Search
Close this search box.

লন্ডনের বেথনালগ্রীনে সবচে’ বড় চিকেন বার্গার তৈরী

বিশ্বনাথনিউজ২৪ :: লন্ডন তথা ইংল্যান্ডের মধ্যে সম্ভাব্য বড় চিকেন বার্গার তৈরি করল পূর্বলন্ডনের বেথনালগ্রীনের পেরি পেরি ভিলেজ। বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ক্যামব্রিজহিথ রোডের পেরি পেরি ভিলেজের কর্মচারীদের ৬ ঘন্টার প্রচেষ্টায় এই চিকেন বার্গার তৈরী করা হয়।

এর ওজন প্রায় ৩০ কেজি। ২ফুট লম্বা ও ১ফুট উচ্চতার এই বার্গারে ২০ কেজি পরিমাণ চিকেনসহ টমেটো, লেটুস, কিকোমবার, অনিয়ন, চিজসহ নানান পদের খাবারের মিশ্রণ করা হয়। এটি সাধারণ ৮০টি বার্গারের সমান।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) নিয়মিত কাস্টমারদের নিয়ে বার্গারটি আনুষ্ঠানিকভাবে কেটে বর্ষপূতি উদযাপন করেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক ফুয়াদ আহমদ, এনায়তুর রহমান মাসুম, রুনুল আবদুল। এসময় উপস্থিত ছিলেন বিসিএ নেতা নাসির উদ্দিন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, তারা ভবিষ্যতে আরো বড় বার্গার বানিয়ে বিশ্ব রেকর্ড গড়তে চান।

আরও খবর