ছাতক সংবাদদাতা :: ছাতক পৌর শহরের বাগবাড়ি গ্রামে ৫ জন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বাগবাড়ি ইসলামী যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইংল্যান্ড প্রবাসী শাহ জাহান বারিক, এমরুল হক চৌধুরী লিটন, কামরুজ্জামান সাকলেন, পোল্যান্ড প্রবাসী নাসিম আহমদ চৌধুরী ও বেলী প্রবাসী নাসিম আহমদকে এ সংবর্ধনা দেয়া হয়। বুধবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাগবাড়ি ইসলামী যুব ও সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মাসুম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ছালেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা সুলেমান মিয়া, হাজী আলা উদ্দিন, মাস্টার ফারুক আহমদ, আওয়ামীলীগ নেতা ছাব্বির আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সংগঠনের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সোনা মিয়া, রুহেল চৌধুরী, রেদওয়ান আহমদ, হাসান তানভীর, আনিসুর রহমান চৌধুরী সুমন, মানিক মিয়া লিটু, জিয়া উদ্দিন আদনান, শাহরিয়ার তারেক, মতিউর রহমান, সালা উদ্দিন সুমেল, জিয়াদুল হক পাপ্পু, সাদমান মাহমুদ সানী।
এসময় আব্দুল আহাদ রাজু, বাকি বিল্লাহ, খুরশেদ আলম ইলাদ, হুমায়ুন আহমদ সুহেল, মুরাদ আহমদ, শাহ মাহবুব, ফাবিল আহমদ পাবেল, হাবিবুর রহমান রাসেদ, সালা উদ্দিন কিবরিয়া, শরিফ আহমদ, রইছ উদ্দিন, গিয়াস উদ্দিন, আলাল আহমদ, মোহাম্মদ আলী খোকন, মাহমুদুল হাসান, মাহবুব মিয়া, আব্দল মুনিম মামনুন, আব্দুল বাকি মুহিত, সাব্বির হোসেন, কোহিন চৌধুরী, আজহারুল চৌধুরী শুভ, আরিফ বিল্লাহ, জুম্মান চৌধুরী, কামাল হোসেন, ফয়সল আহমদ, নোমান ইমদাদ কানন, মীর তানভীর, রেজা, নিজাম উদ্দিন, জাবেদ আহমদ, আব্দুল্লাহ সনি, কার্জন আহমদ, সেবুল আহমদ, সাইদুল হক রাহেল প্রমূখ উপস্থিত ছিলেন।