AM-ACCOUNTANCY-SERVICES-BBB

প্রবাসী আ’লীগ নেতাকে বিশ্বনাথ রাইডার্স অটোর সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ২১ - ২০১৯ | ১০: ৩২ অপরাহ্ণ

21.10.19 1

বিশ্বনাথনিউজ২৪ :: যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও এনআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজিরুল ইসলাম খানকে বিশ্বনাথ রাইডার্স অটোর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার রাতে স্থানীয় রেষ্টুরেন্টে ওই সংবর্ধনা প্রদান করা হয়। এতে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী নাজিরুল ইসলাম খান বলেন, যুবকরাই হচ্ছেন জাতির অক্সিজেন। যুবকদের মাধ্যমেই জাতি অর্জন করেছে সকল সফলতাগুলো। তাই দেশ ও জাতির উন্নতিকল্পে যুব সমাজকেই সর্বদা থাকতে হবে দেশপ্রেমের অতন্দ্র প্রহরীর ভূমিকায়।
বিশ্বনাথ রাইডার্স অটোর আহবায়ক নূর উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আতিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ রাইডার্স অটোর উপদেস্টা খসরু মিয়া। বক্তব্য রাখেন নূর উদ্দিন, আতিকুর রহমান, রিপন মিয়া, ফয়ছল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন আতিক মিয়া, আমিনুল ইসলাম সুজন, আজিজ মিয়া, অপু, রিপন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জুবেল আহমদ, আক্তার হোসেন, হিরা মিয়া, পংকি মিয়া, সুমন, সুনীল, জুনেদ আহমদ, দেলওয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Aminul Haque scaled