AM-ACCOUNTANCY-SERVICES-BBB

দক্ষিণ সুরমার লালাবাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং’র উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ৩০ - ২০১৯ | ২: ৫০ অপরাহ্ণ

61734804 682794425513734 6427782299244298240 n

61734804 682794425513734 6427782299244298240 nবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের দক্ষিণ সুরমায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট লালাবাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ মে মঙ্গলবার দুপুর ২টায় লালাবাজারস্থ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনাম মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর রিজিওনাল ম্যানেজার মীর আবু সায়েম। সংগঠক গিয়াস খান দুলদুল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, সুকেশ রঞ্জন তালুকদার, লালাবাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মোঃ সিতার মিয়া, সালেহা নুর চৌধুরী একাডেমীর পরিচালক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, তরুণ সংগঠক লায়েক আহমদ জিকু, আমিনুল ইসলাম আনহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট লালাবাজার শাখার পরিচালক আব্দুল আমিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট লালাবাজার শাখার পরিচালক আমিরুল গনি চৌধুরী মিনহাজ ও মোঃ কামাল হোসেন, সমাজসেবী নুরুল আমিন, আনোয়ার হোসাইন, পারভেজ আহমদ, কিবরিয়া, বেলায়েত, খসরু মিয়া সহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট লালাবাজার শাখার শুভ উদ্বোধন করেন।

আরো সংবাদ