AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সুহেল আহমদ এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী যুক্তরাজ্য প্রবাসীদের

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১০ - ২০১৫ | ৫: ০৫ পূর্বাহ্ণ

 

suhel ahmed

বিশ্বনাথ উপজেলা পরিষদের সমন্নয় সভায় পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সভা করেছে বিশ্বনাথ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ। কমিউনিটি নেতা গৌছ আলীর সভাপতিত্বে ও যুবনেতা আফজাল হোসেন এর পরিচালনায় সভায় বিপুল সংখ্যক প্রবাসীগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ এর উপর চিহিৃত হামলাকারীদের অবলিম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বক্তারা বলেন, শান্তিপ্রিয় বিশ্বনাথ উপজেলা পরিষদের হলে কাপুরুষিত হামলা সমগ্র উপজেলাবাসীর সাথে প্রবাসীদেরও মর্মাহত করেছে। বক্তারা বলেন, সন্ত্রীদের গ্রেফতার করা না হলে ভবিষ্যতে এধরনের আরো হামলা চলতে থাকবে। বক্তারা আরো বলেন, সন্ত্রাসী সন্ত্রাসীই। তার কোন ধর্ম কিংবা দল থাকতে পারে না।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, আব্দুল হামিদ চৌধুরী, গোলজার আহমদ খান, মিসবাহ উদ্দিন, গোলাম রাব্বানী, আব্দুল কদ্দুছ, মকদ্দুছ আলী, শহিদ আলী, মশাহিদ আলী, মতছির আলী, আব্দুল ওয়াদুদ শাহেল, মদরিছ আলী বাদশা, শাহ আলম, আকলুছ মিয়া, কদর উদ্দীন, আব্দুছ ছোবহান, জাকেল চৌধুরী, আশোক আলী মেম্বার, হাবিবুর রহমান ময়না, হাজী আনর আলী, মো: হাজী আনোয়ার ি ময়া, দুদু মিয়া, আখলুছ মিয়া, আব্দুস সালাম, আবেদ চৌধুরী, এডভোকেট রশীদ আলী, মো: জুনাব আলী, আব্দুল ওয়াহিদ আলমগীর, কাওছার আহমদ, বাবুল আহমেদ, কামাল আহমদ বাবুল, সফিক মিয়া, আবুল কালাম, মস্তাব আলী, আখলাকুর রহমান, মাক্কু মিয়া, ফজলুল রহমান, জিতু মিয়া, খালেদ আহমদ, মাশুক মিয়া, মো: তাহেদুজ্জামান, দুলাল মিয়া, শাহীন মিয়া, ছোরাব আলী, শহিদ আলী, গয়াস মিয়া, মো: আব্দুল নূর, মুহিবুর রহমান, হানিফ খান, আব্দুল ছত্তার, মো: সোমন, মাহবুবুর রহমান, সাহেদ আহমদ, মাছুম রশীদ, মাশুক মিয়া, সফিক উদ্দীন, নূর বক্স, দুলাল আহমদ, মবশ্বির শেখ আফরোজ আলী, তৈয়বুর রহমান, আব্দুল ওয়াহিদ, নাসিম মিয়া, আবুল হাসনাত, এম এ জলিল খান, সুলেমান আহমদ, মাওলানা শামীম আহমদ, মদরিছ আলী মফজ্জুল, মুমিনুর মুরাদ, আক্তার রহমান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সুলায়মান আহমদ। সভার শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহিন মাহমুদ।

আরো সংবাদ