Search
Close this search box.

সিলেটে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্য আটক

Facebook
Twitter
WhatsApp

1449488342ডেস্ক রিপোর্ট : সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় সোমবার দুপুরে ছিনতাই করে পালানোর সময় শরিফ রানা নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করে থানায় দিয়েছে স্থানীয়রা।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, শরিফকে হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর একটার দিকে জিন্দাবাজারে এক ব্যবসায়ী ‘ছিনতাই, ছিনতাই’ বলে চিৎকার করলে ছিনতাইকারীকে ধাওয়া করে জনতা। ওই ছিনতাইকারী মোটরসাইকেলে করে পালাচ্ছিলেন। জনতা জিন্দাবাজার মোড় থেকে বারুতখানা পর্যন্ত ধাওয়া করে ওই ব্যক্তিকে ধরে তার কাছ থেকে দুই লাখ টাকা উদ্ধার করে। এ সময় ছিনতাইকারী নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। তখন তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

 

কোতোয়ালি থানার পুলিশ জানায়, শরিফ রানা কনস্টেবল পদে নিয়োগ পাওয়ার পর তার প্রথম কর্মস্থল ছিল সিলেটে। ঘটনার সময় তিনি সাদা পোশাকে জিন্দাবাজার এলাকায় অবস্থান করছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত