
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে জিসি এসই এওয়ার্ড বিতরন
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১৮ - ২০১৫ | ৪: ১৪ অপরাহ্ণ

মো: আব্দুল হাই :: জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার বাসিন্দা যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে ২০১৫ সালে জিসি এসই পরীক্ষায় সফলতা অর্জনকৃত শিক্ষার্থীদের সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে জাক জমকপূর্ন আয়োজনের মধ্যে দিয়ে সম্মননা এওয়ার্ড প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে বৃটেনের বিভিন্ন শহরে বসবাসরত জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টী ও তাদের পরিবার বর্গের উপস্থিতিতে জমকালো আয়োজনে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মল্লিক শাকুর ওয়াদুদ এর প্রানঞ্জল উপস্থাপনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবিই। অনুষ্টানে স্পন্সর অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব এম এ আহাদ, প্রতিষ্টাতা সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মুহিব চৌধুরী, ট্রাস্টী ও এরোমা আইসক্রীম এর সত্ত্বাধিকারী কাজী খালেদ, ট্রাস্টী ও এম্বল প্রোপার্টিজ এন্ড লেটিং এর সত্ত্বাধিকারী আনোয়ার আলী, জগন্নাথপুর বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান তফজ্জুল হোসেন, ট্রাস্টের ট্রেজারার হাসনাত আহমদ চুনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএডুকেশন ট্রাস্টের ট্রাস্টী আশিক চৌধুরী, ফারুক মিয়া, হাফিজুর রহমান, এলাইচ মিয়া মতিন, মোবারক আলী, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এম এম নুর, প্রতিষ্টাতা ট্রেজারার ও সাবেক চেয়ারম্যান এস আই আজাদ আলী, সাবেক চেয়ারম্যান আকিক এফ রহমান, প্রতিষ্টাতা ট্রাস্টী আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, আলহাজ্ব আব্দুল আলী রউফ, মির্জা হারুন রশীদ, ট্রাস্টী ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর সাবেক মেয়র গোলাম মর্তুজা, ড.আব্দুল হান্নান, ইলিয়াছ মিয়া, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারী আঙ্গুর আলী, সাবেক সেক্রেটারী মুজিবুর রহমান, সাবেক সেক্রেটারী শেখ ইসতাব উদ্দিন, সাবেক ট্রেজারার আব্দুল শহীদ, প্রতিষ্টাতা ট্রাস্টী এলকাছ মিয়া, এম ইকবাল হোসেন, একলাছুর রহমান, ছোবা মিয়া, ফয়জুর রহমান, ড. সানোয়ার চৌধুরী, আব্দুল নূর, তাহের কামালী, বাদশা মিয়া লস্কর, হেলাল উদ্দিন আলী, বিখ্যাত সেফ আজম খান, মিসবাউজ্জামান সুহেল, সেলিম রহমান, শফিউল আলম বাবু, সাদেকুর রহমান কোরেশী, শাহ কোরেশী শিপন, সুজাতুর রেজা, ছামির আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আকবর আলী, ইউসুফ কামালী, রেজাউল করিম রাজু, সৈয়দ শামীম আহমদ, সৈয়দ হোসেন আহমদ, সৈয়দ ছাদেক আহমদ, নোমান খান, আব্দুল গয়াস প্রমূখ। এওয়ার্ড অনুষ্টানে বক্তারা জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বিভিন্ন সফল কার্যক্রমের বর্ননা তুলে ধরে বলেন বাংলাদেশ ও বৃটেনে শিক্ষার উন্নয়নে ট্রাস্ট অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। ট্রাস্টের মহতী অগ্রযাত্রা অব্যাহত থাকবে উল্লেখ করে এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সফলতার জন্য অভিনন্দন জানিয়ে তাদের অভিভাবকদের প্রতি ধন্যবাদ জানান। বক্তারা সকলের সহযোগিতায় ভবিষ্যতে এধরনের অনুষ্টান আয়োজনের প্রতিশ্রুতি দেন। পরে এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি স্পীকার আব্দুল মুকিত চুন্নু এম বিই ও অতিথিবৃন্দ।