AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ এইড ইউকে’র উদ্যোগে ব্রিটিশ বাংলাদেশী নব-নির্বাচিত কাউন্সিলারদের সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ৩০ - ২০১৪ | ৪: ২৪ অপরাহ্ণ

Pic02

জাকির হোসেন কয়েছ, যুক্তরাজ্য থেকে : যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিল থেকে নব নির্বাচিত ব্রিটিশ বাংলাদেশী বিশ্বনাথ উপজেলার কাউন্সিলারদের সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথ এইড ইউকে। বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে গত ২৬ জুন বৃহস্পতিবার ইষ্ট লন্ডনের ব্রিকলেইনস্থ সোনারগাঁও রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনালগ্রীন বো আসন থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশী পার্লামেন্ট মেম্বার রুশনারা আলী।
বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খালেদ খান। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি।
সভায় সংবর্ধিত কাউন্সিলার হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে লেবার পার্টির কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার আয়াছ মিয়া, নিউহাম কাউন্সিলের কাউন্সিলার আয়শা চৌধুরী। সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান করেন সহ সভাপতি আব্দুর রহিম রঞ্জু, প্রচার সম্পাদক শাহ সোপান, ট্রাষ্টি ফারুক মিয়া, বখতিয়ার খাঁন ও জাকির হোসেন কয়েছ।
Pic01সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সাবেক সভাপতি মানিক মিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব মাহমুদ হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হামিদ চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আবুল কালাম আজাদ, মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি হাজী রইছ আলী, দি কালেকটিব অব বাংলাদেশী টিচার্স এসোসিয়েশনের চেয়ারপার্সন এম শাহনুর আহমদ খাঁন, শাহজালাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষক ড. মুজিবুর রহমান, ইন্টারন্যাশনাল স্যোসিয়েল ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রেসিডেন্ট আফছর মিয়া ছোট মিয়া, দশঘর সোসাইটির সভাপতি আব্দুল কুদ্দুছ, মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী, বার্নেট বাংলাদেশী এসোসিয়েশনের সেক্রেটারী মনির খাঁন, সাবেক কাউন্সিলার নেছার আহমেদ, ব্যবসায়ী মো: গোলাম রাব্বানী, গোলজার আহমদ, আব্দুল ওদুদ শাহেল, এনামুল হক এনু, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট ট্রাষ্টের সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান, ট্রেজারার আব্দুস সালাম, বিশ্বনাথ স্পোর্টিং ট্রাষ্টের সভাপতি মদরিছ আলী, গ্রেটার সিলেট কাউন্সিল ইষ্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল গফুর, ব্যবসায়ী রফিক মিয়া, আব্দুস ছোবহান, তরুন রাজনীতিবিদ আব্দুল বাছিত বাদশা, জসিম উদ্দিন সেলিম, কদর উদ্দিন, মদরিছ আলী মফজ্জুল, ফয়জর রহমান, খান পরশি অনাথ তহবিল এর চেয়ারম্যান আব্দুল বাছির খাঁন, দশঘর প্রগতি ট্রাষ্টের সাবেক সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব এম এ হান্নান, সানু মিয়া, ওয়ারিছ আলী, ওয়াহিদ আলী, হাবিবুর রহমান, নুনু মিয়া, আসক আলী, ওয়াহীদ আহমদ, নুরুল ইসরাম বাবুল, ফরহাদ আহমদ, আব্দুল মুকিত, ফারুক মাহফুজ, মো: সিদ্দেক আলী, নোয়াগাও ডেভেলাপমেন্ট ট্রাষ্টের ট্রেজারার শুকুর আলী, আব্দুল্লাহ আল মামুন, মো: আব্দুল হোসাইন, হারিছ আলী প্রমুখ।
সভায় বক্তারা বিশ্বনাথ এইড এর বিভিন্ন জনহিতকর কাজের ভূয়সী প্রসংসা করেন এবং অতীতের ন্যায় ভবিষ্যতেও সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
Pic03

আরো সংবাদ