AM-ACCOUNTANCY-SERVICES-BBB

টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় যুবলীগ নেতার জামিন লাভ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ২৮ - ২০১৯ | ৮: ১২ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: প্রায় ৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা সাজানো প্রতারণা মামলা থেকে স্থায়ী জামিন পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী রাসেল আহমদ। রাসেল মঙ্গলবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ৩য় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানী শেষে আদালত তার (রাসেল) জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত থেকে রাসেল আহমদের স্থায়ী জামিন রাভের বিষয়টি নিশ্চিত করেছেন তারই আইনজীবি একেএম সমিউল আলম। ইতিপূর্বে একই মামলায় রাসেল হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন পেয়ে ছিলেন।

জানা গেছে, যুবলীগ নেতা রাসেল আহমদের বিরুদ্ধে উপজেলা দৌলতপুর গ্রামের মৃত ইদ্রিছ আলী পুত্র যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া একটি আমোক্তানামার ক্ষমতা বলে ৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলাটি দায়ের করে ছিলেন। কিন্তু রাসেল আহমদ জায়গা বিক্রির বায়নামা হিসেবে প্রাপ্ত ৯ লাখ টাকার জমির প্রকৃত মালিক সুনামগঞ্জের ছাতক উপজেলার কুমারকান্দি গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী আবদুস সালামকে সমজিয়ে দিয়ে ছিলেন। তাই রাসেলের বিরুদ্ধে ইদ্রিছ আলী দায়ের করা প্রতারণা মামলা দায়েরের প্রেক্ষিতে প্রবাসী আবদুস সালাম যুক্তরাজ্য থেকে জমি বিক্রয় করার জন্য বায়নামার মাধ্যমে ৯ লাখ টাক প্রাপ্তির  একটি আমোক্তারনামা ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে রাসেলের নিকট প্রেরণ করেন। আর অভিযুক্ত রাসেল তা আদালতে দাখিল করলে আদালত তার (রাসেল) জামিন মঞ্জুর করেন। অর্থাৎ ফারুক মিয়া ৯ লাখ টাকা আত্মসাৎ করার যে অভিযোগ করে ছিলেন সেই টাকার পাওনাদার আবদুস সালাম দেশে থাকাকালীন সময়ে সমুদয় টাকা আবদুস সালাম সমজিয়া পেয়েছেন মর্মে আদালতে অঙ্গিকারনামা প্রদান করায় অভিযোগের আইনগত আর কোন ভিত্তি না থাকায় আদালত রাসেলকে স্থায়ী প্রদান করেন।

আরো সংবাদ