AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের সংগঠক আফসর মাস্টারের দাফন সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২৪ - ২০১৯ | ১০: ৪৮ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক-প্রশিক্ষক, সাবেক শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারণ সম্পাদক মশিউর রহমানের পিতা আলহাজ্ব আফসর মিয়া মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় স্থানীয় নাজির বাজার ঈদগাহে আরাফাতে তার জানাজার নামাজ শেষে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী ও থানার এসআই শফিকুল ইসলাম মরহুমের কফিনে সালাম দেন। পরে এ দুজন কর্মকর্তাসহ থানার একদল চৌকস পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম আফসর মিয়া মাস্টারের জানাজার নামাজে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোদাব্বির আলী, বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকট শাহ ফরিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা বিআরডিবি’ চেয়ারম‌্যান মহব্বত আলী জাহান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি সাইফুল ইসলাম বেগ প্রমুখ। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা সাইদুর রহমান ছাহেবজাদায়ে বরুণী।
উল্লেখ, বৃহষ্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক-প্রশিক্ষক, সাবেক শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারণ সম্পাদক মশিউর রহমানের পিতা আলহাজ্ব আফসর মিয়া মাস্টার উপজেলার সদর ইউনিয়নের ধর্মদা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

আরো সংবাদ