AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেটে রথযাত্রা উৎসব শুরু : পূণ্যার্থীদের ঢল : ইস্কনের রথযাত্রার আলোচনা সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ৩০ - ২০১৪ | ১০: ০৯ পূর্বাহ্ণ

Rot-Jatra
বিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : সনাতন ধর্মালম্বীদের ঐহিত্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা  রোববার পালিত হয়েছে। যুগ যুগ ধরে চলে আসা এ রথ উৎসবে বিকেলে নগরীতে শতাধিক নারী-পুরুষরা র‌্যালী সহকারে রথযাত্রায় অংশ নেন। হরে কৃষ্ণ হরে রাম শ্লোগানে মুখরিত করে তুলেন নগরীর অলিগলি।
রোববার দুপুর থেকে নগরীর রিকাবীবাজার পয়েন্টে জড়ো হন বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মালম্বী রথ ভক্তরা। সেখানে তারা পূজা আর্”নায় অংশ নেন। পূণ্যার্থীরা দেব-দেবীকে প্রণাম নিবেদনের পাশাপাশি বিশ্ব শান্তি কামনা করেন। সন্ধ্যায় রথ ফিরিয়ে নেওয়ার জন্য যার যার মন্দিরে শোভাযাত্রা সহকারে রওয়ানা করেন পুণ্যার্থীরা। এসময় তারা হরে কৃষ্ণ হরে রামসহ নানা ধর্মীয় গানে মুখরিত করে তুলেন নগরীর অলিগলি। এসময় তারা রাস্তার দু’পাশে দাঁড়ানো শুভাকাংখিদের মধ্যে কলা, তিলুসহ নানা খাদ্য সামগ্রী বিতরন করেন। এ রথযাত্রা গন্ডিচা মন্দিরে ৯ দিন অবস্থান করে আবার পুরীধামে ফিরে আসবে। উল্লেখ্য, প্রতিবছর আষাঢ় মাসের এমন দিনে সনাতন ধর্মালম্বীরা রথযাত্রা পালন করে আসছে যুগ যুগ ধরে।arif-at-rot-400x239এদিকে, গতকাল রথযাত্রা উপলক্ষে ইসকন আয়োজিত রথযাত্রার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর সমস্ত অনাচার বন্ধ করা উচিৎ। কারন সিলেট একটি আধ্যাতিক নগরী। যদি সমস্ত ধর্মের মানুষেরা ধর্মীয় ভাবধারা যথাযথ ভাবে প্রচার করে তাহলে নগরীতে শান্তি প্রতিষ্টা করা সম্ভব হবে।ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিকন্দর আলী, সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রকিবুল ইসলাম (ঝলক), সিলেট সিটি ১১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, নবীগঞ্জ ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুগধর্ম দাস, আরও উপস্থিত ছিলেন, ইসনক সিলেট নামহট্টের সাবেক সভাপতি বুদ্ধি গৌর দাস প্রমূখ।আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, ইসকন সিলেট এর ইয়ুথ ফোরামের পরিচালক দেবর্ষি শ্র্রীবাস দাস ব্রহ্মচারী। আলোচনা সভা শেষে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ইসকনের রথযাত্রা র‌্যালীটি শুভ উদ্বোধন করেন। ৭জুলাই উল্টো রথযাত্রা পর্যন্ত ইসকন মন্দিরে বিভিন্ন মনোমুগ্ধকর অনুষ্ঠান মালা এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে।

iskon-rot-400x266

আরো সংবাদ