AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ ইউনিয়নে এলজিএসপির ২৪ লাখ টাকার উন্নয়ন কাজ চলছে

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৯ - ২০১৪ | ৫: ০৬ অপরাহ্ণ

10367189_885790421436453_1629263511148598367_n

তজম্মুল আলী রাজু : প্রায় ২৪ লাখ টাকার কাজ চলছে প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথ সদর ইউনিয়নে। বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অর্থ দাতা লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) ৩১টি প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে বলে ইউনিয়ন অফিস সূত্রে জানাগেছে। জানাগেছে, ২০১৩-১৪ অর্থ বছরে বিশ্বনাথ সদর ইউনিয়নে ৩১টি প্রকল্পের কাজ চলছে। এসব কাজ শেষ পর্যায়ে রয়েছে। উন্নয়ন প্রকল্পের তালিকায় যেসব এলাকায় কাজ চলছে। তারমধ্যে রয়েছে গবিন্দপুর মসজিদ থেকে মেইন সড়ক পর্যন্ত রাস্তায় ইট সলিং, জানাইয়া নোয়াগাঁও নদীর পাড় থেকে জামাল মিয়ার বাড়ির সামনের রাস্তায় ইট সলিং, জানাইয়া নোয়াগাঁও রাস্তায় গার্ড ওয়াল নির্মাণ, জানাইয়া সজ্জাদুর এর বাড়ির রাস্তায় সিসি ধারা উন্নয়ন, শাহজিরগাঁও থেকে কারিকোনা পর্যন্ত রাস্তায় ইট সলিং, রজকপুর গ্রামের জুয়েল এর বাড়ির সামনের রাস্তায় ইট সলিং, পুরান সিরাজপুর রাস্তার মুখ থেকে নতুন সিরাজপুর পর্যন্ত রাস্তায় ইট সলিং, আবক্রপুর শাহ আব্দুর রহিম মাজারের রাস্তা সিসি ধারা উন্নয়ন, আবক্রপুর জমসেদ আলীর বাড়ির সামন থেকে মসজিদ পর্যন্ত রাস্তায় ইট সলিং, পূর্ব চান্দশীরকাপন সাদেক আলীর বাড়ির সামনের রাস্তা সিসি ধারা উন্নয়ন, ভোগশাইল গ্রামের মসজিদের সামনের রাস্তায় সিসি ধারা উন্নয়ন, ধীতপুর গ্রামের আঞ্জব আলীর বাড়ি থেকে নোয়াব আলীর বাড়ির সামনের রাস্তায় ইট সলিং, বরইগাঁও গ্রামের ফজলু মিয়ার বাড়ির সামনের রাস্তা সিসি ধারা উন্নয়ন, বিশ্বনাথ পুরানবাজার রফিক মিয়ার দোকানের সামনের রাস্তা সিসি ধারা উন্নয়ন, মিরেরচর গ্রামের মনির মিয়ার বাড়িতে নলকুপ স্থাপন, গবিন্দপুর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে নলকুপ স্থাপন, জানাইয়া নোয়াগাঁও গ্রামের নূরউদ্দিন মামুনের বাড়িতে নলকুপ স্থাপন, জানাইয়া গ্রামের আলকাছ আলীর বাড়িতে নলকুপ স্থাপন, শাহজিরগাঁও গ্রামের আলাউদ্দিনের বাড়িতে নলকুপ স্থাপন, কারিকোনা গ্রামের সিদ্দেক আলীর বাড়িতে নলকুপ স্থাপন, তাজমহরম গ্রামের আব্দুন নূরের বাড়িতে নলকুপ স্থাপন, পূর্ব শ্বাসরাম গ্রামের নেহার বেগমের বাড়িতে নলকুপ স্থাপন, ছায়ানিশি গ্রামের আবুল কালামের বাড়িতে নলকুপ স্থাপন, বিদায়সূলপানি গ্রামের কয়েছ মিয়ার বাড়িতে নলকুপ স্থাপন, গৌছ আলীর বাড়িতে নলকুপ স্থাপন, হরিকলস (তালেরতল) গ্রামের জাহেদ মিয়ার বাড়িতে নলকুপ স্থাপন, জাহারগাঁও গ্রামের রাসেদ মিয়ার বাড়িতে নলকুপ স্থাপন, পশ্চিম শ্বাসরাম গ্রামের মো. লেবু মিয়ার বাড়িতে নলকুপ স্থাপন, মজলিস ভোগশাইল গ্রামের সুরুজ আলীর বাড়িতে নলকুপ স্থাপন, ভোগশাইল সড়ক থেকে আমিনা-আব্দুর রহিম হাফিজিয়া মাদ্রাসার রাস্তা ইট সলিং ও ধীতপুর আঞ্জব আলীর বাড়ি থেকে নোয়াব আলীর বাড়ির সামনের রাস্তায় ইট সলিং (২য় অংশ) কাজ কাজ চলছে।
পরিষদের সচিব মো. বেলালউদ্দিন বলেন, লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) ৩১টি প্রকল্পের কাজ চলছে। কাজের ধরন, ব্যয়সহ প্রতিটি প্রকল্প এর কাজ সচ্ছতার জন্য ডিজিটাল বোর্ডে লেখা থাকবে।
এ ব্যাপারে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালালউদ্দিন বলেন, প্রায় ২৪ লাখ টাকার কাজ চলছে। ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। উন্নয়ন কাজে সবার সহযোগিতা থাকলে এ ধারা অব্যাহত থাকবে এরজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, যে সব এলাকা উন্নয়ন বঞ্চিত ছিল সে এলাকায় আগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হচ্ছে।

আরো সংবাদ