Search
Close this search box.

চিকিৎসার উদ্দেশে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চিকিৎসার উদ্দেশে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
চিকিৎসার উদ্দেশে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
Facebook
Twitter
WhatsApp

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে বিদেশ যাচ্ছেন। দুর্নীতির মামলায় দণ্ড থেকে মুক্ত হওয়ার আড়াই মাস পর তিনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন।

প্রথমে তিনি লন্ডনে যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে ইতোমধ্যে লন্ডনের কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, লন্ডনে তীব্র শীত পড়ার আগেই আমরা বেগম জিয়াকে সেখানে নিতে চাই। এ জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রয়োজন। আমরা সেই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য কাজ শুরু করেছি।

আরও পড়ুন: বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি- সালাহউদ্দিন

ছাত্র-জনতার আন্দোলনের গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৬ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির দুই মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তিনি প্রায় দুই বছর কারাবন্দি ছিলেন।

২০২০ সালের ২৫ মার্চ, শর্তসাপেক্ষে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয় আওয়ামী লীগ সরকার। এরপর প্রতি ছয় মাস পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হতো।

অসুস্থ খালেদা জিয়াকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং তিনি দীর্ঘ সময় হাসপাতালে কাটিয়েছেন। সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি, তাই দেশে চিকিৎসকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়।

খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪