সিলেটের বিশ্বনাথে পৌরশহরের এক জন স্কল শিক্ষকের বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে পৌরশহরের বরইগাঁও গ্রামে ঘটনা ঘটে।
একই গ্রামের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলতাফুর রহমানের বাড়ি থেকে দুটি গাভী ও একটি ফ্রিজিয়ান জাতের বাছুর চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:: বিশ্বনাথে ইপিআই টিকাদান কেন্দ্রের ৫০ বছর পূর্তি উৎসব পালন
আলতাফুর রহমান বলেন, “প্রতিদিনের মতো গতকালও রাতে খাবার শেষে বাড়ির গেট ও গোয়াল ঘরে তালা দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি, গোয়াল ঘরের সামনে পড়ে আছে ভাঙা তালা, আর ঘরে নেই গাভী ও বাছুর। রাতের কোনো এক সময় চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে গেছে। তিনটি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।”
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া জানান, ‘এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’