সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়নের তাতীকোনা গ্রামে ইপিআই টিকাদান কেন্দ্রের ৫০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তাতীকোনা বড় হাফিজ সাবের বাসভবনে এই উৎসব পালিত হয়।
বিশিষ্ট পল্লী চিকিৎসক ডা. আব্দুল হামিদ সুফি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন সুমন। তিনি বলেন, “ইপিআই টিকাদান কর্মসূচির মূল লক্ষ্য হলো রোগ প্রতিরোধের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো এবং সুস্বাস্থ্যের অধিকারী একটি বাংলাদেশ গঠন করা। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ শিগগিরই শতভাগ টিকাদান কাভারেজ অর্জন করবে এবং ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগমুক্ত একটি দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে। এটি শুধু জনস্বাস্থ্যের উন্নয়নে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।”
বিশিষ্ট সংগঠক আসাদুজ্জামান নুর আসাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট অভিজিৎ ভট্টাচার্য, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সুদীপ রঞ্জন দত্ত, এমটি ইপিআই হীরন মিয়া, কানাইঘাট উপজেলার এমটি ইপিআই শরিফুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দোলন দেবনাথ, টিএল মিত্র, বিভাংশু গুণ বিভু, স্বাস্থ্য সহকারী খেলা রানী রায়, সীমা রানী চন্দ, পিযুষ চন্দ্র নাথ।
আরও পড়ুন :: বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রবাসী এডুকেশ’ন ট্রাস্টের ১৬ লাখ টাকা বি’ত’র’ণ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিকাদান কেন্দ্রের পৃষ্ঠপোষক বৃক্ষপ্রেমিক আব্দুল গফফার উমরা মিয়া, তাতীকোনা রায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলাম, মোতাওয়াল্লী মস্তফা মিয়া, ৪ নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন রাহীন, ৫ নং ওয়ার্ড মেম্বার তানভীর হোসেন, মহিলা মেম্বার বাবলী বেগম, সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন, হাফিজ হাবিবুর রহমান নোমান, গোলাম জিলানী, আব্দুস সামাদ, কয়েছ মিয়া, ফয়জুল ইসলাম, আব্দুল কাইয়ুম, আব্দুল বাশার, সুলতান আহমদ লাহিন, নুর আলী, এবাদুল হক, এহছানুল হক প্রমুখ।