নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইটকে সংবর্ধনা প্রদান করেছে খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৩ মে) সকালে বিদ্যালয়টির হলরুমে তাকে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে প্রধান শিক্ষক সুবাস চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব, বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আবদুর রব রাজু, সাবেক ইউপি সদস্য আমির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি সাংবাদিক নুর উদ্দিন, সদস্য লুৎফা জাহান হান্না,মাহমুদা বেগম, ইমরানা বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক আবুল ফাত্তাহ নোমান, সুজন আহমদ, কাওছার আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।