Search
Close this search box.

বিশ্বনাথে আন্তর্জাতিক দুুর্যোগ প্রশমন দিবস পা’লি’ত

বিশ্বনাথে আন্তর্জাতিক দুুর্যোগ প্রশমন দিবস
বিশ্বনাথে আন্তর্জাতিক দুুর্যোগ প্রশমন দিবস পালিত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিশ্বনাথ স্টেশনের স্টেশন অফিসার আকরামুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মনিকাঞ্চন চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী এবং রেডক্রিসেন্ট বিশ্বনাথ শাখার সদস্য সাদাত বিন হোসেন।

আরও পড়ুন: বিশ্বনাথে প্রবীণ শিক্ষানুরাগী আব্দুল হান্নানের দাফন সম্পন্ন

এ সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, সাংবাদিক, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত