Search
Close this search box.

বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের ২৭তম টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধন

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেছেন, সমাজ থেকে অপরাধ প্রবনতা কমাতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা ভ্রাতৃত্ব সৃস্টির পাশাপাশি মানুষের শরীরকেও সুস্থ রাখে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও সুন্দর সমাজ উপহার দিতে হলে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন ও সাংস্কৃতি চর্চ্চার ব্যবস্থা করে দিতে হবে। সিলেট-২ আসনের নর্ব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী সাহেব মন্ত্রী পরিষদের স্থান পাওয়ার ফলে ওই এলাকার সকল উন্নয়ন কর্মকান্ডের সাথে সাথে খেলাধুলারও ব্যাপক উন্নতি হবে বলে আমি আশাবাদি।

তিনি রোববার (১৪ জানুয়ারী) বিকেলে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২৭তম টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। নাজির বাজার সংলগ্ন পশ্চিমের মাঠে অনুষ্ঠিত এবারের লীগের উপজেলার বিভিন্ন অঞ্চলের ৭টি ক্লাব রবিন লীগ পদ্ধতির খেলায় অংশ গ্রহন করেছে। লীগের স্পন্সর হিসেবে রয়েছে ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’।

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকদ্দছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানা সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সভাপতি ফখরুল আহমদ, প্রবাসী রাকিব আলী।

উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে দুপুরে উদ্বোধক হিসেবে লীগের উদ্বোধন করেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের প্রেস সেক্রেটারী ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহিদুল ইসলাম সাহিদ, বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সদস্য রাসেল আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি একেএম তুহেম।

উদ্বোধনী খেলায় একতা স্পোটিং ক্লাব (১৮৪/৬) ১৯ রানের ব্যবধানে নব-দিগন্ত স্পোটিং ক্লাব (১৬৫/১০)’কে হারিয়ে লীগের শুভ সূচনা করেছে। এসময় অনুষ্ঠানগুলোতে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন যুগ্ম সম্পাদক আবিদুর রহমান আবিদ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, অর্থ সম্পাদক ইমাদুর রহমান, প্রচার সম্পাদক ইব্রাহিম মিয়া’সহ ক্রীড়ামোদী ও বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর