Search
Close this search box.

বিশ্বনাথে শিম গাছের সাথে এ কেমন শত্রুতা!

শিম গাছের সাথে এ কেমন শত্রুতা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের প্রায় দুইশো শিম গাছ কর্তন ও উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (২৬ নভেম্বর) বিশ্বনাথ থানা পুলিশের কাছে এমন অভিযোগ করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৃত তবারক আলীর ছেলে নুরুল আমিন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মুহিব (২৭) ও মুকিদ মিয়া (৩০) উশৃঙ্খল প্রকৃতির লোক। চলতি বছরের ২রা জুন মুহিব আমার ১৩ বছরের ছেলেকে বলাৎকারের চেষ্টা করলে মামলা দায়ের করি। পলাতক হয়ে যায় মুহিব। এরপর থেকে তারা দুই ভাই আমাদের ক্ষতি সাধণের চেষ্টা করে আসছে।

গত শনিবার (২৫ নভেম্বর) ভোরে আমি বাড়ির পাশের খালে জাল পাতার জন্যে গেলে মুহিব-মুকিদ আমাকে দেখে পালিয়ে যায়। আমার সন্দেহ হলে খালের পাড়ে গিয়ে দেখি, আমার শিম বাগানের দুইশো শিম গাছ কর্তন করা ও উপড়ে ফেলা।

নুরুল আমিন জানান, দুইশো শিম গাছ কর্তন ও উপড়ে ফেলার কারণে আমার এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কথা হলে অভিযুক্ত মুকিদ মিয়া বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।

বিশ্বনাথ থানার এএসআই দিদারুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর