বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক : সিলেটের বিশ্বনাথের ‘উত্তর বিশ্বনাথ শাহী ঈদগাহ’ সংক্রান্ত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ জুন) বিকেলে উপজেলার রাজাগঞ্জ বাজারে বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাস্টার মো. নজমুল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
পূর্বে আহুত আজকের সভার তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং ব্যাপক উন্মুক্ত আলোচনার পর ঈদগাহ পরিচালনার জন্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। আগামি শুক্রবার (৯ জুন) দুপুরে ওই কমিটি গঠনের দিন-তারিখ ধার্য্য করা হয়।
জরুরী সভায় উত্তর বিশ্বনাথ শাহী ঈদগাহ এলাকার বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। তাদের সকলের সম্মতিতে ৭ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন মাস্টার নজমুল হক, শায়েস্তা হোসেন, মাওলানা আবুল বশর মো. ফারুক, মাওলানা এটিএম নুর উদ্দিন, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, আবদুল মতিন ও বাবুল আহমদ।