Search
Close this search box.

বিশ্বনাথে কৃষকের ঘরে চুরি

চুরি
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আসাদ মিয়া নামের এক কৃষকের ঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দরজার তালা কেটে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, বাড়ির দলিলসহ জরুরী কাগজপত্র নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আসাদ মিয়া জানান, ‘মঙ্গলবার দুপুরে ঘরের দরজা তালাবদ্ধ করে আমি আমার মাকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আমাদের কলোনির বাসিন্দা ইসলাম উদ্দিন দেখতে পান দরজার তালা কর্তন করা। তিনি মুঠোফোনে বিষয়টি আমাকে জানালে বাড়িতে এসে আমরা ঘরের সবকিছু তছনছ অবস্থায় দেখতে পাই।’

আসাদ মিয়া আরও জানান, ‘আমাদের ঘরে থাকা নগদ সাড়ে ৫৩ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার, বাড়ির দলিল ও বাটোয়ারা নামা, ১টি পাসপোর্ট ও ২টি জাতীয় পরিচয়পত্র, ইন্সুরেন্সের কাগজ, চেক বইয়ের ৪টি পাতাসহ মূল্যবান কাগজপত্র এমনকি কিছুদিন পূর্বে আমার উপর প্রতিপক্ষের হামলার ঘটনার সময় তাদের ফেলে যাওয়া রামদাটিও নিয়ে গেছে চোর। যে কারণে ওই হামলাকারীরাই চুরি করেছে বলে আমার ধারণা।’

ঘটনাস্থল পরিদর্শনকারী থানার উপপরিদর্শক (এসআই) গাজী মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত