Search
Close this search box.

সাবেক অধ্যক্ষ সিরাজ ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সংবাদ সম্মেলন
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ ও অপপ্রচার করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে বিশ্বনাথ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তার ভাতিজা পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মনিরুজামান মনির।

লিখিত বক্তব্যে মনিরুজামান মনির বলেন, ‘গত ২০মে সংবাদ সম্মেলন করে পৌর এলাকার চৌধুরীগাঁও গ্রামের মৃত. মরম আলীর পুত্র ধর্ষণ মামলায় অভিযুক্ত আবুল কাহার ও তার ছোট ভাই জাহিদ আমার চাচা বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক ও আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ, অসত্য তথ্য পরিবেশন করে সংবাদ সম্মেলন করেন। যা অত্যন্ত নিন্দনীয়, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সমাজে হেয়প্রতিপন্ন করতে তারা মিথ্যার আশ্রয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।’

লিখিত বক্তব্যে মনির আরও বলেন, ‘২০১৯ সালে ‘বিশ্বনাথে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ’ শিরোনামে আবুল কাহারের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বর্তমানে ধর্ষণ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ধর্ষণ মামলায় আবুল কাহার ৭ মাস কারাবরণও করেছেন। এসবের মধ্য দিয়েও সিরাজুল হককে জড়িয়ে বলা হয়েছে, আমাদের পরামর্শে আম্বিয়া বেগম মিথ্যার আশ্রয় নিয়ে একাধিক মামলা দিয়ে ও বারবার নারাজি দিয়ে আবুল কাহার ও তার পরিবারকে অন্যায়ভাবে হয়রানি করছেন। অথচ তাদের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা আমাদের মান-সম্মান নষ্ট করতে এসব কথাবার্তা বলেছেন। আমি, আমার চাচা ও আমাদের পরিবার কোন্ ধরণের, তা বিশ্বনাথবাসী জানেন। আমার চাচা একজন সম্মানিত ব্যক্তি, তার বিরুদ্ধে এসব কথা বলার পূর্বে অন্ততঃ চিন্তা-ভাবনা করা দরকার ছিল।’

সংবাদ সম্মেলনে মনির বলেন, ‘আমার চাচা সিরাজুল হক একজন মানুষ গড়ার কারিগর, সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তাঁর ছাত্র-ছাত্রী আজ দেশ-বিদেশে সাংবাদিকতা, শিক্ষকতাসহ বিভিন্ন পেশায় সুনামের সাথে নিয়োজিত আছেন। তার ছেলে-মেয়েরা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। আজ ওই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কাহার-জাহিদরা। আমাদের পরিবারকে খাটো করতে এসব ষড়যন্ত্র করছেন তারা। আবুল কাহার ও জাহিদদের এসব মিথ্যা অপপ্রচার, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকান্ডের বিচার আমি আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও বিশ্বনাথবাসীর কাছে দিলাম।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাজী মছদ্দর আলী, যুক্তরাজ্য প্রবাসী মোজাম্মিল আলী, এলাকার মুরব্বী ক্বারী মাওলানা আব্দুল মতিন, ইফতেখার হোসেন, সংগঠক এমদাদুল হক, শরিফ আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত