জাতীয় সংবাদ ডেস্ক::আগামাী সপ্তাহের শনিবার (২০ মে) অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা । বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৭টা পনের মিনিটে (মাগরিবের পর) এ সভা হবে ।
এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ।
আরবিতে ১২ মাসের জিলকদ মাসের পরই মাসই হচ্ছে জিলহজ মাস। মুসলমানেরা মক্কায় হজ করতে যান জিলহজ মাসে। হজ অনুষ্ঠিত হয় এ মাসের ৮-১০ তারিখে । পবিত্র ঈদ-উল-আজহা অনুষ্ঠিত হয় জিলহজ মাসের ১০ তারিখ । মুসলমানেরা এই ঈদে কোরবানি দেন। চাঁদ দেখা উপর নির্ভর করে ঈদ-উল-আজহা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন শুক্রবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানকে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।