AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে শ্বাসরাম স্কুলে যুক্তরাজ্য প্রবাসীর উপহার সামগ্রী প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ১০ - ২০২৩ | ১১: ২৭ অপরাহ্ণ

উপহার সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ে একটি ফাইল কেবিনেট ও ৬টি ফ‌্যান উপহার প্রদান করেছেন যুক্তরাজ‌্য প্রবাসী নেছারুল ইসলাম। উপহার প্রদানকারী ঐ ব্যক্তি হলেন , বিদ‌্যালয়ের প্রতিষ্টাতা মরহুম রফিজ আলী’র ছোট ভাই মরহুম রইছ আলী’র ছোট ছেলে।

বোধবার (১০ মে ) দুপুরে প্রবাসী নিজে উপস্থিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দর হাতে উপহার সামগ্রী গুলি তুলে দেন। এরপর শিক্ষক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে প্রবাসী নেছারুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।

এসময় উপস্থিত  ছিলেন, বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক লিলি রানী দে, সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম শাকি, দক্ষিন বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক সমীর কান্তি দে, ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, দাতা সদস‌্য কছির আলী, বিদ‌্যালয়ের শিক্ষক জয়া ভট্রাচার্য, তামান্না জাহান, সমীত ধর, ‍সূর্বনা দাশ, ফাহমিদ হক, সংগঠক লাল মিয়া, রিপন মিয়া।

Aminul Haque scaled