নিজস্ব প্রতিবেদক :: দৈনিক ইনকিলাব’র সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের পিতা আব্দুর রহিমের মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাব’র পক্ষ হতে শোক প্রকাশ করা হয়েছে।
শোক প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্য নির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, মোহাম্মদ আলী শিপন, নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন ও শফিকুল ইসলাম সফিক।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুম আব্দুর রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সাংবাদিক আব্দুস সালামের পিতা আব্দুর রহিম (৯০) মঙ্গলবার (৯ মে) সকাল পৌঁনে ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামস্থ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বাধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে ৩ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।