বিশ্বনাথনিউজ২৪:: সিলেট লেখক ফোরামের সভাপতি, বিশিষ্ট কবি, সাংবাদিক ও বিশ্বনাথে নির্মানাধীন ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল বিশ্বনাথ এর চীফ কো-অর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল আর নেই। বৃহস্পতিবার (৬জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কবি নাজমুল ইসলাম মকবুল ১৯৭৭ সালের ১লা ফেব্রুয়ারী বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের অলংকারী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মর্তুজ আলী ও মোছা. আপ্তাবান বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন । কবি নাজমুল ইসলাম মকবুল ৪ভাই ও ৩ বোনের মধ্যে ছিলেন বাবা-মায়ের জ্যেষ্ঠ সন্তান।
তিনি ১৯৯৮ সালে সিলেটের ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষার সর্ব্বোচ্চ কামিল ডিগ্রী সম্পন্ন করে। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি একাধিক সৃজনশীল কাজে জড়িত হন। ইতিমধ্যে তার দুটি কাব্যগ্রন্থ ও একাধিক অডিও এলবাম প্রকাশিত হয়। মৃত্যুকালে তিনি পিতা,মাতা,৩ভাই ,৩বোন,স্ত্রী,২পুত্র,১কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
কবি নাজমুল ইসলাম মকবুল এর জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ আছর তার নিজ গ্রামের অলংকারী-পৌদনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মুবিন ও জানাযা শেষে মোনাজাত পরিচালনা করেন কামাল বাজার আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ.কে.মনোওর আলী এবং জানাযার পূর্বে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের পিতা হাজী মোঃ মর্তুজ আলী ।
জানাযার পূর্বে মরহুম নাজমুল ইসলাম মকবুলকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন দেশের বিশিষ্ঠ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, বিশ্বনাথে নির্মানাধীন দি ওয়ান পাউন্ড হসপিটালের চেয়ারম্যান ডাক্তার শানুর আলী মামুন, ওসমানী মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার শামছুল ইসলাম, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান মো. লিলু মিয়া, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তাজউদ্দিন আহমদ, মরহুমের সহপাঠী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বাবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সিলেট লেখক ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউর রহিম শাহিন।
জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জামেয়া মাদানীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, শাহ-শাহ কালু মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা পাওয়ার মাহমুদ, বিশ্বনাথ থানা সমিতির সম্পাদক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আজাদ, সিলেট আটাব এর সদস্য মো. আব্দুল হক,দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ,উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আখতার আলী, শালিস ব্যক্তিত্ব সাজিদুর রহমান সুহেল,মো. ফারুক আহমদ, মো. কয়েছ আহমদ, ব্যবসায়ী হাজী মইন উদ্দিন,আনজব আলী , তানিম উদ্দিন,আব্দুল কাইয়ুম,উপজেলা জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহেদুর রহমান,জেলা যুবলীগ নেতা মো. সিতার মিয়া,বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহীদুর রহমান, ইউপি সদস্য শফিক আহমদ পিয়ার, সংগঠক আব্দুস সালাম মুন্না,প্রবাসী সংগঠক মনোয়ার হোসেন,যুবদল নেতা আমির আলী প্রমুখ। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে কবি সাংবাদিক নাজমুল ইসলাম মকবুলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। শোকপ্রকারকারীরা হলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সভাপতি মিজাজুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, ক্বাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, অসিত রঞ্জত দেব, মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ।