AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে জমির আহমদ উচ্চ বিদ্যালয়ে প্রবাসী সংবর্ধিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ৯ - ২০২৩ | ৩: ১৫ অপরাহ্ণ

সংবর্ধিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার জমির আহমদ উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী চান্দ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৮ মে) দপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সামজসেবক ও শিক্ষানুরাগী চান্দ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।

বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শাহ নেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধির চন্দ্র দেব, শিক্ষানুরাগী আবুল কালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রাশেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ