বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পাটানেরগাঁও গ্রামের প্রতিবন্ধী পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন সমবায় বিভাগ ঢাকার পরিচালক আব্দুল মালিক।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ওই প্রতিবন্ধীদের হাতে অনুদানের টাকা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার ভিপিপি কর্মকর্তা আমির হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ ও সদস্য নূর উদ্দিন।