বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ইসলামি যুব সংস্থা তেলিকোনা আয়োজিত ১ম ক্বেরাত প্রতিযোগিতা ও ৮ম ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বিকেলে স্থানীয় তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসা হলরুমে আয়োজনটি সম্পন্ন হয়।
সংস্থার সভাপতি আলী আহমদ শামীমের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক সাদিক আহমদ হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল মোহাম্মদ আহমদ হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল মোমিন, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার শিক্ষক মাওলানা মুছাদ্দিক হোসেন হাবিব, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা কামরুল হুদা, স্থানীয় ওয়ার্ডের সাবেক সদস্য আমির উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেস ক্লাব সদস্য নুর উদ্দিন, সংস্থার সাবেক সভাপতি মো. আশিকুর রহমান। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন সংস্থার নির্বাহী সদস্য মোদাচ্ছির আহমদ তাহমিদ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামি যুব সংস্থা তেলিকোনার প্রতিষ্ঠাকালিন সদস্য আবদুস ছালাম ইমন, জামাল উদ্দিন, আলীম উদ্দিন, নাজমুল হোসেন পাবেল, বর্তমান সাধারন সম্পাদক নেছার আহমদ প্রমুখ।