বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়ার আয়োজনে ওই দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়ার সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক,
বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবুল কাশেম, লামাকাজী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার আফজল হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান রহমত আলী মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল মুন্না, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির,
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সদস্য তাজ উদ্দিন আহমদ, শেখ নূর মিয়া, শেখ আজাদ, নিজাম উদ্দিন,
পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, সদস্য বশির আহমদ, সাইদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে দেওকলসের সভাপতি আব্দুল মোমিন, দশঘরের সভাপতি আবুল হোসেন, বিশ্বনাথের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, দৌলতপুরের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অলংকারীর সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, লামাকাজীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরবিন্দু পাল,
উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মারফত আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা শাহ আলম খোকন, সুহেল আহমদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য নেতৃবৃন্দ।