নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব লজ্জতুন নেছা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয়ের সাবেক সভাপতি কবির আহমদ কুব্বারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবুল বশর মোঃ ফারুকের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।
বিশেষ অথিতি বক্তব্য রাখেন প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলশী কুমার সাহা।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক কামাল হোসেন, রাসেল আহমদ, রঞ্জিত দেবনাথ, নুরুল ইসলাম, আবদুল হাই, জাকির হোসেন, ফরিদ আহমদ, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমূখ।