Search
Close this search box.

বিশ্বনাথ ডেভলাপমেন্ট সোস্যাল ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ : বিশ্বনাথ ডেভলাপমেন্ট সোস্যাল ট্রাস্ট ইউকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৮ ইউনিয়নের ৩৫টি পরিবারের সদস্যদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসে থাকলেও আমাদের মন থাকে দেশে। দরিদ্র ও অসহায় মানুষের কথা চিন্তা করে প্রবাসীরা সব সময় তাদের হাত প্রসারিত করেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব বিষয়ে প্রবাসীদের ভুমিকা রয়েছে।

ট্রাস্টের সহসভাপতি আব্দুর রব মাছুমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান রাসেলের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু, যুক্তরাজ্য প্রবাসী মোবারক আলী, ফারুক মিয়া ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।

অনুষ্ঠানে সমাজসেবক মোহাম্মদ আসাদুজ্জামান, মকদ্দছ আলী, আলতাব হোসেন, সংগঠক এম এ হান্নান বদরুল, রফিক আলী, ফয়জুল ইসলাম জয়, মাহবুবুর রহমান, জাবেদ আহমদ, বকুল দাশ, রাজন আহমদ, আনহার আলী, নাহিদ আহমদ, সুজন আহমদ, বাচ্ছু মিয়াসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত