নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ২৬তম টি-টোয়েন্টি নক আউট ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ভোগশাইল গ্রামের মানিক মিয়া ক্রিকেট ক্লাব। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব চান্দশীর কাপন-বিদায় সুলপানি গ্রাম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে চান্দশীর কাপন গ্রামের পুস্পকলি স্পোর্টিং ক্লাবকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মানিক মিয়া ক্রিকেট ক্লাবের সাকিব ও ম্যান অব দ্য টুর্ণামেন্ট হন পুস্পকলি স্পোর্টিং ক্লাবের রুকেল।
ফাইনাল ম্যাচ শেষে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক একেএম তুহেমের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিি বলেন, ‘বর্তমান সরকারের আমলে খেলাধুলায় ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। খেলাধুলা যুবসমাজকে মাদকসহ নানা অপরাধ প্রবণতাকে দূরে রাখার পাশাপাশি শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, খেলাধুলার পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও টুর্ণামেন্টের প্রথম পুরস্কারদাতা মাহবুব মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য আশিক আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও টুর্ণামেন্টের দ্বিতীয় পুরস্কারদাতা মোহাম্মদ ছোরাব আলী, বিশ্বনাথ প্রেস ক্লাব ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকন।