বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে ‘খাজাঞ্চী ওয়েলফেয়ার এসোসিয়েশন-ইউকে’র ট্রেজারার ও ‘খাজাঞ্চী ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন-ইউকে’র (ভি-৭) আহ্বায়ক যুক্তরাজ্য প্রবাসী আশরাফ আহমদকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন। গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, ফেডারেশনের প্রধান উপদেষ্টা কবির আহমদ কুব্বার, উপদেষ্টা ও বেবী কেয়ার স্কুলের চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, জামাল হোসেন, ফেডারেশনের সভাপতি রায়হান আহমদ, সহসভাপতি মঈন উদ্দিন, মোজাহীদ আলী, শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আহমদ শামীম, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, সদস্য মিজানুর রহমান, বায়েজিদ আহমদ।