Search
Close this search box.

ভূরকী মাদ্রাসায় ঈসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল সম্পন্ন

ভূরকী মাদ্রাসা
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিযনের ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা আব্দুল মতিন (রহঃ)’র ৪র্থ ঈসালে সাওয়াব ও ৪৬তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে পরদিন ফজর পর্যন্ত ৩টি অধিবেশনে মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে খতমে কুরআন, খতমে বুখারী, খতমে দালাইলুল খায়রাত ও মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাসুক মিয়ার সভাপতিত্বে মাহফিলের ২য় অধিবেশনের উদ্বোধন করেন সৎপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান এবং মাদ্রাসার হিফজ বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ¦ হাফেজ আব্দুস শহীদের সভাপতিত্বে ৩য় অধিবেশনের উদ্বোধন করেন সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান।

মাদ্রাসার মুহতামিম আমেরিকা প্রবাসী শিহাব উদ্দিন আহমদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম আমেরিকা প্রবাসী মাওলানা আবু আব্দিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা রাখেন সিংগেরকাছ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম আব্দুন নুর, লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল, যুক্তরাষ্ট্রের দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুল কাশেম ইয়াহইয়া, রাখালগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, মুফাচ্ছিওে কুরআন মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী, গোবিন্দগঞ্জ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ ও বাংলাদেশ বেতারের ইসলামী আলোচক মাওলানা হোসাইন মুহাম্মদ আরজ আলী।

মাহফিলে মাদ্রাসা থেকে হিফজুল কোরআন সম্পন্নকারী হাফেজদের পাগড়ি পড়িয়ে দেন অতিথিবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত