বিশ্বনাথনিউজ২৪ : বিশ্বনাথ মেডিক্যাল ট্রিটমেন্ট’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত বিশ্বনাথ পৌরশহরের সাবরা (উত্তর মিরেরচর) গ্রামের কাওছার আহমদকে নগদ ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে স্থানীয় নরশিংপুর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে তার পিতা রসিক আলীর হাতে ওই টাকা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইট ইউকে’র সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ মেডিক্যাল ট্রিটমেন্টের সদস্য এসআই খান, যুক্তরাজ্য প্রবাসী মনির আলী, শিক্ষানুরাগী ইমাদ উদ্দিন, ব্যবসায়ী সানু মিয়া, কাওছার আহমদ বাপ্পী, সংগঠক সালাউদ্দিন, নুরুন্নাহার ইয়াসমিন, প্রবাসী রেজা কিবরিয়া, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষক কামরান আহমদ, শিল্পী বেগম, আমিনা বেগম, শাহানা বেগম প্রমুখ।