বিশ্বনাথনিউজ২৪ : সিলেটের বিশ্বনাথে পৌর শহরের এ আর স্পোটিং মাঠে মঙ্গলবার (১৭ জানুয়ারী) ‘৪র্থ আল-হেরা শপিং সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ও টুর্নামেন্টের উদ্বোধন করেন আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মনোহর হোসেন মুন্না।
ব্যবসায়ী ফয়সল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলতাফুর রহমান, আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ব্যবসায়ী জুবেল আহমদ, সামাদ সরকার। উদ্বোধনী ম্যাচে সাইফ-রাসেল জুটি ২-০ সেটে সাদিক-অপু জুটিকে হারিয়ে টুর্নামেন্টে শুভ যাত্রা শুরু করেছে।