Search
Close this search box.

গ্যাস লাইন বিস্ফোরণে আহত বিশ্বনাথের যুবকের মৃত্যু

গ্যাস লাইন বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরের আম্বরখানা এলাকার ইলেক্ট্রিক সাপ্লাই রোডে গত ১ জানুয়ারি গ্যাস লাইন বিস্ফোরণে গুরুতর আহত বিশ্বনাথের যুবক টিটন পাল টিটু (২৪) মারা গেছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামের লবনী পালের পুত্র ও দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের (অর্থনীতি বিভাগের) ছাত্র।

শনিবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান টিটু।

নিহত টিটুর ফুফাতো ভাই রণি দাস বিশ্বনাথনিউজকে জানান, গত ১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর শাহী ঈদগাহ থেকে পায়ে হেটে আম্বরখানা-সাপ্লাই সড়ক দিয়ে যাচ্ছিলেন টিটু, রণি ও তাদের এক বন্ধু। এসময় হঠাৎ করে সড়কের পাশের গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন টিটু। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

টিটন পাল টিটু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আরও খবর