Search
Close this search box.

দেশে বাড়ছে বাচ্ছাদের নিউমোনিয়া ঝুঁকি

দেশে বাড়ছে বাচ্ছাদের নিউমোনিয়া ঝুঁকি
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: শীত এসেছে বাড়ছে বাচ্ছাদের রোগ বালাই তারই সাথে দেশে বাড়ছে বাচ্ছাদের নিউমোনিয়া ঝুঁকি । এ অবস্থায় বাচ্ছাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশে পাঁছ বছরের নিচে বাচ্ছাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। মৃত্যুর হাত থেকে বাচ্ছাদের বাচাঁতে নিউমোনিয়া রোগের শুরুেতই  উপযুক্ত চিকিৎসা নিতে চিকিৎসকদের পরামর্শ। 

বিশেষজ্ঞদের মতে, নিউমোনিয়ায় আক্রান্ত বাচ্ছাদের ফুসফুস ভাইরাস এবং ছত্রাক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। সময়মত এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে বাচ্ছারা এই রোগ থেকে মুক্তি পেতে পারে।

শীতে বাচ্ছাদের কাশি বাড়ে। পাঁচ বছেরর সম বয়সী বাচ্ছাদের জন্য অধিক সর্তক হতে বলেন বিশেষজ্ঞরা।

তারা বলেন নিউমোনিয়া ফুসফুস আক্রান্ত হলে বাচ্ছাদের প্রচুর কফ ও কাশি হয়, শ্বাসকষ্ট ও জ্বর আসে।

বাচ্ছার যদি নিউমোনিয়া হয় তবে তার  শ্বাস নিতে কষ্ট হবে । সাধারণ জ্বর বা কাশিতে শ্বাসকষ্ট  হয় না।

তাদের পরামর্শ হলো, নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে বলে একটি বিশেষ সুত্রে পাওয়া যায়। সুত্র জানায় দেশে বাড়ছে বাচ্ছাদের নিউমোনিয়া ঝুঁকি বিশেষ করে নভেম্বর ও ডিসেম্বর মাসে নিউমোনিয়া ঝুঁকি বাড়ে। আমরা বেশীভাগ দেখি নিউমোনিয়ায় আক্রান্ত বাচ্ছাদের শেষ মুহূর্তে হসপিটাল নিয়ে আসেন অভিভাবকরা । এসময়, বাচ্ছাদের অক্সিজেন এবং অন্যান্য কটিন চিকিৎসা দিতে হয় ।

সারাদেশে চব্বিশ হাজর  শিশু নিউমোনিয়া মৃত্যু হচ্ছে, এর মাঝে ১৮ শতাংশ শিশুর বয়স পাঁছ বছের কম ।

টিকা ব্যবহারে বেশিরভাগ মৃত্যুই প্রতিরোধ করা যায়। সস্তায় অ্যান্টিবায়োটিকও রোগ প্রতিরোধের কাজে আসে ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত