Search
Close this search box.

সৌদি আরবকে কড়া ভাষায় হুমকি দিয়েছে ইরান

সৌদি আরবকে কড়া ভাষায় হুমকি দিয়েছে ইরান

বিশ্বনাথনিউজ২৪:: ইরানে সাম্প্রতিক কালে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সৌদি আরবকে কড়া ভাষায় হুমকি দিয়েছে ইরান। তেহরান এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব ইরানের প্রতি বৈরী মনোভাব পোষণ করছে। ইরানের অর্ধ সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এ খবর দিয়েছে রয়টার্স

ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রী ইসমাইল খতিব বুধবার সৌদি আরবকে কড়া বার্তার মা‌ধ‌্যমে জানায়,  ইরান যে তার ধৈর্য ধরে রাখবে তার কোনো নিশ্চয়তা নেই।

ইসমাইল খতিব বলেন, ‘ইরান এতদিন যুক্তি দিয়ে ধৈর্য ধরেছে। কিন্তু রিয়াদ শত্রুতা অব্যাহত রাখলে এই ধৈর্য টিকবে তার কোনো নিশ্চয়তা নেই। ইরান যদি প্রতিশোধ নেওয়া এবং শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কাঁচের প্রাসাদ (সৌদি রাজপরিবারের প্রাসাদ) ভেঙে পড়বে এবং এসব দেশে কখনোই স্থিতিশীলতা আসবে না।’

সম্প্রতি কুর্দি মেয়ে মেহসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইসমাইল খতিব দাবি করেছেন যে প্রতিবাদটি ইসরাইল তৈরি করেছে, ব্রিটেন দ্বারা ছড়িয়েছে এবং সৌদি আরব অর্থায়ন করেছে। এ কারণে সৌদি আরবকে সতর্ক করেছেন তিনি।

আরও খবর