AM-ACCOUNTANCY-SERVICES-BBB

নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কের চেয়ে সুপ্রিম কোর্টে রিট

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ২৭ - ২০২২ | ৩: ১৩ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪:: বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সকল স্থানে মোবাইল নেটওয়ার্ক সংযোগ পুনঃস্থাপন এবং নিরবচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ ইমরুল কায়েস খান এই রিটটি করেন।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট ও আইনজীবী সমিতি ভবন এলাকায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা চেয়ে সব অপারেটর কোম্পানিকে আইনি নোটিশ পাঠানো হয়।

ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির এবং মোহাম্মদ ইমরুল কায়েস খান এই নোটিশটি ইমেল করেছেন।

নোটিশে অবিলম্বে একটি পুনরুদ্ধার নেটওয়ার্ক স্থাপন,  নেটওয়ার্ক সমস্যা সমাধানের জন্য এবং নিরবচ্ছিন্ন নেটওয়ার্কে নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ