বিশ্বনাথনিউজ২৪:: মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় পরিষদের পরবর্তী অধিবেশনে আইনটি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিভিন্ন নামে জামায়াতের আবেদন ইসি কীভাবে নিষ্পত্তি করে তা সরকার পর্যবেক্ষণ করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানো সম্ভাবনা নেই।