AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ব্রিজের সাথে লঞ্চের ধাক্কায় নিহত ৩

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ২৩ - ২০২২ | ১: ০৬ অপরাহ্ণ

ব্রিজের সাথে লঞ্চ ধাক্কা লেগে লোহার পানির ট্যাঙ্ক পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ  রোববার ভোর সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপাটি সেতুর সঙ্গে  স্বর্ণদীপ  প্লাস লঞ্চটির সংঘর্ষ হয়।

বিশ্বনাথনিউজ২৪:: ব্রিজের সাথে লঞ্চ ধাক্কা লেগে লোহার পানির ট্যাঙ্ক পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ  রোববার ভোর সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপাটি সেতুর সঙ্গে  স্বর্ণদীপ  প্লাস লঞ্চটির সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- গোসাইরহাট উপজেলার কোদালপুর সরদারপাড়ার তানজি মোল্লা (২৩), টাঙ্গাইলের দাইনাবঘিল গ্রামের শাকিল আহমেদ (২৫) ও জামালপুরের রঘুনাথপুর দিঘলী সোনাটা গ্রামের সাগর আলী (২৩)।

যাত্রীরা জানান, স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চটি  শনিবার রাত  ১০ টার দিকে ঢাকার সরদার ঘাট থেকে শরীয়তপুর থেকে ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোর সাড়ে ৪টার দিকে  লঞ্চে থাকা  পানির ট্যাংকটি কুচাপতি সেতুর সাথে লঞ্চ ধাক্কা লেগে যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

আহত হয়েছেন গাজীপুরের হীরা (২৩) ও গোসাইরহাট উপজেলার সাগর রাড়ি (১৮)। আহতদের প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হিরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। গোসাইরহাট থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক বলেন, আমরা গিয়ে দেখি লঞ্চের পানির ট্যাঙ্ক ফেটে পড়ে আছে। চাপা পড়া পাঁচজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লঞ্চের চালককে আটক করা হয়েছে।’

আরো সংবাদ