বিশ্বনাথনিউজ২৪:: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মুনতাজ হোসেন (৩৫) বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
রবিবার ভোরে সীমান্তের ভারতীয় অংশে ঐ ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখেন বাংলাদেশের স্থানীয়রা ।
পরকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, মুনতাজ হোসেন রাতে গরু আনতে ভারতে অবৈধ ভাবে সীমান্ত পার হন। সকালে সীমান্ত এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাংলাদেশি ব্যাক্তিরা। বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা বলেন, সকালে বিএসএফ সীমান্তে ভিতরে নিহতের লাশ নিয়ে গেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল লেফটেন্যান্ট শাহ ইশতিয়াক বলেন, “আমরাও গুলি করে ত্যার খবর শুনেছি। এ বিষয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।