আজ মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহারছড়ার শীলখালী এলাকা থেকে ওই ৩ নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ‘মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাভর্তি ট্রলার ডুবির ঘটনায় ৩জন নারীর মরদেহ উদ্ধার করা হয় এবং জীবিত উদ্ধার করা হয় ৪৫ জনকে।
তিনি আরও বলেন, ‘আজ ভোরে মহেশখালীর কচ্ছপিয়া এলাকা থেকে ট্রলারটি ছাড়ে। পরে সাগরের মাঝপথে ডুবে যায়। উপকূলীয় বাহারছড়ার হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় তারা হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে তীরে উঠে আসার চেষ্টা করে।’
ট্রলারে থাকা এক রোহিঙ্গা কিশোর বলেন, ‘ট্রলারটিতে আমরা অন্তত ২০০ জনের মত লোক ছিলাম। সেটি ডুবে যাওয়ার সাথে সাথেই সকলেই বিচ্ছিন্ন হয়ে পড়ি। ঢেউয়ের আঘাতে কে কোথায় গেছে, জানি না।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘কোস্ট গার্ডের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে আছে। তবে, ট্রলারডুবিতে কতজন নিখোঁজ আছেন, তা আমাদের জানা নেই।’