বিশ্বনাথনিউজ ২৪ :: সীতাকুণ্ডের অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১৫ জন অসুস্থ অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে গুরুতর দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হচ্ছে।
রবিবার (০৫ জুন) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (০৪ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি একটি কনটেইনার ডিপোতে বিকট বিস্ফোরণ ঘটে। এরপর দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। রবিবার দুপুর পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ৮ জন ফায়ার সার্ভিসের কর্মী বলে জানা গেছে।
এছাড়াও ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মী আহত হয়ে সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বলা হয়েছে, শনিবার (৪ জুন) দিবাগত রাত ৯টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের এ সংবাদ পায় তারা। পর্যায়ক্রমে চট্টগ্রাম ও আশপাশের সব ফায়ার স্টেশন দুর্ঘটনায় অংশগ্রহণ করে। দুর্ঘটনার একপর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটলে ফার্স্টলাইনে কাজ করা কর্মীরা গুরুতর আহত হন। এরমধ্যে ৮ জন কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়।
সবশেষ খবরে জানা যায়, সিতাকুণ্ডের অগ্নিকাণ্ডে কাজ করতে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২০ জনের বিশেষ হ্যাজমট টিম চট্টগ্রামে গেছে। হ্যাজমট (হ্যাজারডাস মেটারিয়াল) টিমের এসব সদস্য দেশে-বিদেশে বিশেষভাবে প্রশিক্ষিত।