নিজস্ব প্রতিবেদক :: মহান স্বাধীনতা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু ফুটসাল টুর্ণামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকনের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা আবিদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি ও এম. মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মানিক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান সুইট, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা শিপন আহমদ, নুরুল আমিন, কলেজ ছাত্রলীগ নেতা এসএম জুয়েল, ফারাবী ইমন, পাবেল, মশেদ, তুষার পাল, জাকারিয়া ইমন, তানভীর, জহির, শামসুদ্দিন, আলামিন, সিদ্দিকী নাঈম, মামুন, সামি, রেজওয়ান, রিপন, জয়, সাইদুল, সোয়েব, রাজু, ইয়াসিন, জায়েদ, আবদুস সালাম, হাকিম, আমিন, মারজান ও শাকিল প্রমুখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে বেস্ট ফ্রেন্ডস ফরএভার বনাম মনোরম এফসি একে অপরের মোকাবেলা করে।