Search
Close this search box.

দক্ষিণ আফ্রিকায় বিশ্বনাথের যুবক খুন

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের ছুরিকাঘাতে সাজ্জাদ খান (৩৩) নামের এক বাংলাদেশী যুবক খুন হয়েছেন। শুক্রবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে ওই দেশের পুমালাঙ্গা প্রদেশের এরমেলো শহরের পার্শ্ববর্তী সানসিটি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত সাজ্জাদ খান তিন সন্তানের জনক। তিনি বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামের মৃত দিলোয়ার খানের পুত্র।

নিহতের বড় ভাই ফয়েজ খান জানান, শুক্রবার রাতে একদল ডাকাত এরমেলো শহরের সানসিটি গ্রামে একটি বাংলাদেশী মালিকানাধীন দোকানে হানা দিয়ে ব্যর্থ হয়। পরে তারা টিন কেটে পার্শ্ববর্তী সাজ্জাদ খানের দোকানে ঢুকে পড়ে। এসময় তিনি ডাকাতদের চিনে ফেললে তারা তাকে ছুরিকাঘাত করতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ খান।

ফয়েজ খান আরও জানান, নিহত সাজ্জাদ খানের মরদেহ দক্ষিণ আফ্রিকায় স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত