AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন বিএফসি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ১৯ - ২০২২ | ৭: ৫৪ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে উপজেলার ক্রীড়া ইতিহাসের সর্ববৃহৎ আয়োজন ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র দ্বিতীয় আসরের ফাইনাল খেলায় বিএফসি (বিশ্বনাথ) ৪-০ গোলের ব্যবধানে হবিগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি (হবিগঞ্জ)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিএফসির বিদেশি ফরোয়াড টুডো ইব্রাহিম (সেনেগাল)।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে পৌর শহরের রাজনগর গ্রামের মাঠে (ফাইনালের পূর্বে বিশ্বনাথেরগাঁও গ্রামের মাঠ) প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ ব্যবস্থাপনায় টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে লক্ষ টাকা ও রানার্সআপ দলকে অর্ধ লক্ষ টাকা নগদ তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলা উপভোগ করতে ফুটবল মাঠে দর্শকদের তিল ধারনের ঠাঁই ছিল না। খেলায় উভয় পক্ষে দেশী-বিদেশী খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন দর্শকেরা।

বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম তুহেমের পরিচালনায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যকরী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। এসময় টুর্নামেন্টের অর্থদাতা ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ খলিল মিয়া খেলাকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মজম্মিল আলী, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, টুর্নামেন্টের অর্থদাতা ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ খলিল মিয়া, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, যুক্তরাজ্য প্রবাসী শাহ সমুজ মিয়া, মনোহর আলী, মেরিট কেয়ার স্কুলের প্রিন্সিপাল মনোয়ার হোসেন, ব্যাংকার মতিউর রহমান, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুহেল তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক আশিক আলী, রুহেল উদ্দিন, নবীন সুহেল, বদরুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।

এসময় খেলার শৃঙ্খলা ও সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন, অর্থ সম্পাদক কাওছার আহমদ বাপ্পী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া, সহ সভাপতি বাবরুছ মিয়া, ক্রীড়া সংগঠক শাহ আলম মামুন, ইমরান আহমদ সুমন, তৈয়ব আলী, আব্দুল মুকিত সুমন, সাঈম উদ্দিন, সালমান রাব্বানী, ফাহাদ আহমদ, ছাব্বির আহমদ প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) একই মাঠে প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনাল খেলায় মিতালী যুব সংঘ (পূর্ব বিশ্বনাথ) ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে মোহামেডাম স্পোটিং ক্লাব (চান্দশীরকাপন)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

আরো সংবাদ