বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি তজম্মুল আলী রাজু ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ’সহ নব-গঠিত কমিটিকে জাতীয় পার্টির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পার্টির ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
তিনি শনিবার (১ জানুয়ারী) দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দকে এই শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়া, এ কে এম দুলাল, আবুল খয়ের মেম্বার, আব্দুল বারি মেম্বার, ফিরোজ আলীসহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।